"ঈশ্বর পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ।
অনাদিরাদি গোবিন্দঃ সর্ব্ব কারণ কারণং ।।"
"গুঁরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ
গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নম ।"
ওঁ নমো ব্রাহ্মণ্য দেবায় গো-ব্রাহ্মণ হিতায় চ ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ।"
এই ঐতিহাসিক মন্দিরটি ১৫৮৫ সালে প্রতিষ্ঠাপিত হয়েছিল যশোরের রাজা বিক্রমাদিত্যর পুত্র প্রতাপাদিত্যর মাধ্যমে। গাঁড়াপোতার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এখন বিশিষ্ট ধার্মিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
কালীপূজার দিন বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন দেবী দর্শনের জন্য। এটি ভক্তদের কাছে হয়ে উঠেছে স্বপ্নের গন্তব্যস্থল। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা। মানুষের বিশ্বাস, কেউ বিপদে পড়ে মায়ের কাছে এলে মা তাকে উদ্ধার করবেনই । শোনা যায় যে ব্রিটিশদের সাথে যুদ্ধের সময় ভবানী পাঠক ও দেবী চৌধুরানী এসেছিলেন মায়ের কাছে আশীর্বাদ নিতে।
পুরানো ভগ্ন মন্দিরটি ভেঙে পুনরায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে তৈরী হচ্ছে ২০০৯ সাল থেকে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কাজ শেষ হতে এখনো প্রায় দুবছর সময় লাগবে।
কালীমন্দির সোসাইটি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় পরিসেবার মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত।
গ্রীষ্মকাল : সকাল ৪:৪৫ থেকে দুপূর ১২:৩০ / দুপূর ৫:০০ থেকে রাত ১০:০০
শীতকাল: সকাল ৫:৪৫ থেকে দুপুর ১:০০ / দুপুর ৪:৩০ থেকে রাত ৯:০০
১. ১লা বৈশাখ ১৫ই এপ্রিল রবিবার শুভ নববর্ষ।
২. ৪ঠা বৈশাখ ১৮ই এপ্রিল বুধবার অক্ষয়তৃতীয়া ব্রত, শ্রী শ্রী মা গঙ্গাদেবীর মর্তে অবতরণ, শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা।
৩. ৭ই আষাঢ় ২২শে জুন বৃহস্পতিবার রাত্র-৭ / ২৯ মিঃ গতে অম্বুবাচী প্রবৃত্তি বা আরম্ভ।
৪. ১১ই আষাঢ় ২৬শে জুন মঙ্গলবার দিবা-৭ / ৫৩ মিঃ গতে অঅম্বুবাচী নিবৃত্তি বা সমাপ্তি। প্রকাশ থাকে যে, গত ৭ই আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা হইতে ১১ই আষাঢ় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মায়ের মন্দিরের দ্বার বন্ধ থাকায় ঐ চারদিন নিত্য নৈমিত্তিক পূজার্চ্চনা 'বাবা ভোলেনাথের মন্দিরে অনুষ্ঠিত হইবে'। ১১ তারিখ সকাল ৯ ঘটিকায় মন্দিরের দ্বার মুক্ত হইবে।
৫. ৮ই আষাঢ় শনিবার ২৩শে জুন শ্রী শ্রী গঙ্গাপূজা, শ্রী শ্রী মনসাদেবীর পূজা ও দশহারা।
৬. ১৩ই আষাঢ় ইংরেজী ২৮শে জুন বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। মহেন্দ্রযোগে সকাল ৯ / ২৩ থেকে সকাল ১১ / ১৬ পর্যন্ত।
৭. ২৯শে আষাঢ় ইংরেজী ১৪ই জুলাই শনিবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব (দুপুর ২ ঘটিকায় জগন্নাথদেব সহ রথ বনগাঁয় মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু )।
৮. ৩২শে আষাঢ় ইংরাজী ১৭ই জুলাই মঙ্গলবার শ্রী শ্রী বিপদতারিণীব্রত উৎসব(প্রথম দিন)।
৯. ৪ঠা শ্রাবণ ইংরাজী ২১শে জুলাই শনিবার শ্রী শ্রী বিপদতারিণীব্রত উৎসব(শেষ দিন)
১০. ৫ই শ্রাবণ ইংরাজী ২২শে জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা(উল্টোরথ) উৎসব। (ঐদিন দুপুর ২ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেব মাসির বাড়ি বনগ্রাম হইতে নিজবাড়ি ৺গাড়াপোতা শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু )।
১১. ৩১ শে শ্রাবণ ইংরাজী ১৭ই আগষ্ট শুক্রবার শ্রী শ্রী মনসাদেবী অষ্টনাগপূজা ও শ্রী শ্রী শীতলা সপ্তমীব্রত উৎসব।
১২. ৫ই ভাদ্র ইংরাজী ২২শে আগষ্ট বুধবার হইতে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ। ১৭ই ভাদ্র ইংরাজী 3রা সেপ্টেম্বর সোমবার ঝুলনযাত্রা উৎসব শেষ।
১৩. ১৭ই ভাদ্র ইংরাজী 3রা সেপ্টেম্বর শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীব্রত উৎসব। পরদিন সকাল ৯ টা ৩২ এর মধ্যে পারণ ও নন্দ উৎসব এবং প্রসাদ বিতরণ।
১৪. ৩১ শে ভাদ্র ইংরাজী ১৭ই সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী রাধাষ্টমীব্রত উৎসব, বিশ্বকর্মা পূজা ও শ্রী শ্রী মনসাদেবীর ভাসান। পরদিন ১ লা আশ্বিন মঙ্গলবার সকাল ৯ - ৩০ এর মধ্যে রাধাষ্টমীব্রতের পারণ ও প্রসাদ বিতরণ।
১৫. ২রা কার্ত্তিক ইংরাজী ২০শে অক্টোবর শনিবার হইতে ২রা অগ্রহায়ণ ইংরাজী ১৯শে নভেম্বর সোমবার পর্যন্ত ১ মাস ব্যাপী নিয়মসেবা ব্রত অনুষ্ঠান।
১৬. ১৯শে কার্ত্তিক ইংরাজী ৬ ই নভেম্বর মঙ্গলবার শ্রী শ্রী শ্যামাপূজা (রাত্র ১০ - ০১ মিঃ অমাবস্যা শুরু)।
১৭. ৯ই কার্ত্তিক ১৪১৭ ইংরাজী ২৭শে অক্টোবর ২০১০ মন্দিরের পুনঃনির্মান প্রকল্প শুরু হয়েছিল। সেই উপলক্ষ্যে বছর পুর্ত্তি বা মিলন অনুষ্ঠান(তারিখ পরিবর্তনীয়)।
১৮. ৩০ শে কার্ত্তিক ইংরাজী ১৭ ই নভেম্বর শনিবার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এবং কার্ত্তিক পূজা।
১৯. ১৯শে পৌষ ইংরাজী ৪ ঠা জানুয়ারি ২০১৯ শুক্রবার হইতে ৩০ শে পৌষ ১৫ই জানুয়ারি ২০১৯ মঙ্গলবার পর্যন্ত দীর্ঘ ১২ দিন ব্যাপী সার্ব্বজনীন পৌষ উৎসব। ৩০শে পৌষ শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী ও বাবা ভোলেনাথের বিশেষ পূজার্চ্চনা, মহাপ্রভুর ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ এবং নরনারায়ণ সেবা।
২০. ২৬শে মাঘ ইংরাজী ১০ই ফেব্রুয়ারি ২০১৯ রবিবার শ্রী শ্রী সরস্বতী পূজা।
২১. ১৯শে ফাল্গুন ইংরাজী ৪ঠা মার্চ সোমবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উৎসব।
২২. মায়ের বাড়িতে রান্না - খাওয়া পর্ব। তারিখ ও বার 'মা' ময়দানপুরের আদেশক্রমে পরে জানানো হইবে।
২৩. ৬ই চৈত্র ইংরাজী ২১ শে মার্চ ২০১৯ বৃহস্পতিবার শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব ও গোপালের বনভোজন।
২৪. ১৩ই চৈত্র ইংরাজী ২৮শে মার্চ ২০১৯ বৃহস্পতিবার শ্রী শ্রী শীতলা অষ্টমী।
২৫. ২৮শে চৈত্র ইংরাজী ১২ই এপ্রিল শুক্রবার শ্রী শ্রী বাসন্তীপূজা।
২৬. ২৯শে চৈত্র ইংরাজী ১৩ই এপ্রিল শনিবার নীল উৎসব।
২৭. ৩০শে চৈত্র ইংরাজী ১৪ই এপ্রিল রবিবার শ্রী শ্রী চড়ক পূজা।